ডাবলসে শুক্রবার মার্টিনা হিঙ্গিসদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাকে৷ নিউ ইয়র্ক অবশ্য খালি হাতে ফিরতে দিল না ভারতের টেনিস সুন্দরীকে৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে ব্রাজিলীয় সঙ্গী ব্রুনো সোরেসের সঙ্গে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হলেন সানিয়া৷ এদিন ফাইনালে আবিগেল স্পিয়ার্স এবং স্যান্টিয়াগো গঞ্জালেস জুটিকে তাঁরা হারালেন ৬-১, ২-৬, ১১-৯ সেটে৷
প্রথম সেটে ইন্দো-ব্রাজিলীয় জুটি প্রতিপক্ষকে সহজে উড়িয়ে দিলেও দ্বিতীয় সেটেই আবার দারুণভাবে ফিরে আসেন আবিগেলরা৷ এর ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে৷ সেখানে হাড্ডাহাড্ডির লড়াইও হয়৷ স্পিয়ার্স-গঞ্জালেসরা পাঁচ বার ম্যাচ পয়েন্ট বাঁচিয়েও অবশ্য শেষ রক্ষা করতে পারেননি৷ চ্যাম্পিয়নশিপ ট্রফিটা যেন সানিয়াদের জন্যই এদিন লেখা ছিল৷ ডাবলসে হারের জ্বালা ভুলে তাই হাসতে হাসতেই ফ্লাশিং মেডো ছাড়লেন হায়দরাবাদি কন্যা৷