এ বছরটা গ্র্যান্ডস্লামের দিক দিয়ে অন্তত খুব একটা ভাল যাচ্ছিল না সেরেনা উইলিয়ামসের৷ কিন্তু যুক্তরাষ্ট্র ওপেনে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা৷ শুক্রবার যেভাবে একাতেরিনা মাকারোভাকে ৬-১, ৬-৩ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠলেন তাতে নিজের দেশেই কেরিয়ারের ১৮তম গ্র্যান্ডস্লামটা জেতার পথে আরও একধাপ এগিয়ে গেলেন সেরেনা৷
টুর্নামেন্টের ১৭তম বাছাই মাকারোভার এটাই ছিল প্রথম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল৷ সেখানে সেরেনার মতো জাঁদরেল প্রতিদ্বন্দ্বীর সামনে তাঁকে রীতিমতো অসহায়ই লেগেছে এদিন৷ এখানে আরও একটা গ্র্যান্ডস্লাম জেতা মানেই সেরেনা ছুঁয়ে ফেলবেন মার্টিনা নাভ্রাতিলোভা এবং ক্রিস এভার্টের ১৮টা গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ড৷ এবছর একটাও গ্র্যান্ডস্লামে চতুর্থ রাউন্ডের বেশি এগোতে পারেননি সেরেনা৷ নিজের দেশে তাই বছরের শেষ গ্র্যান্ডস্লাম জয়টা কিছুতেই হাতছাড়া করতে চান না তিনি৷