বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন ডেনিস তারকা খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। সাবেক নাম্বার ওয়ান ওজনিয়াকি এ নিয়ে দ্বিতীয় বারের মতো টুর্নামেন্টের ফাইনাল উঠলেন। এর আগে তিনি ২০০৯ সালে ইউএস ওপেনের ফাইনালে কিম ক্লিস্টার্সের কাছে হেরেছিলেন। খবর বিবিসির
ওজনিয়াকি চীনের পেং শুয়াইয়ের বিরুদ্ধে জয় পেয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেন। মূলত দ্বিতীয় সেটের খেলা শুরুর কিছু সময় পর চরম পায়ের ব্যথা নিয়ে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন পেং। এর ফলে জয় পেয়ে যান ওজনিয়াকি। অবশ্য প্রথম সেট ৭-৬ এ জিতে নিয়েছিলেন টুর্নামেন্টের ১০ম বাছাই ডেনিস এ তারকা। দ্বিতীয় সেটেও ৪-৩ এ এগিয়ে ছিলেন তিনি।
ফাইনালে বিশ্বের নাম্বার ওয়ান তারকা খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে খেলবেন ওজনিয়াকি। সেরেনা টানা তৃতীয় ও ষষ্ঠ ইউএস শিরোপা জয়ের লক্ষ্যে আগামীকাল ওজনিয়াকির মুখোমুখি হচ্ছেন।