২০১৮ ও ২০২২ বিশ্বকাপ ফুটবল বিডিংয়ে দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে ফিফার নৈতিক কমিটি। কমিটির প্রধান তদন্তকারী কর্মকর্তা মাইকেল গার্সিয়া ৩৫০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছেন বলে ফিফা গতকাল জানিয়েছে। খবর ডনের
ফিফা জানায়, বছরব্যাপী তদন্তে গার্সিয়া ও তার ডেপুটি কর্নেল বরবেলি ৭৫ জনের অধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছেন এবং একটি রেকর্ড ফাইলবদ্ধ করেছেন যাতে ২ লাখ পৃষ্ঠার বেশি সংশ্লিষ্ট উপাদান অন্তর্ভুক্ত রয়েছে।
জার্মান বিচারক হান্স জোয়াকিম একার্টের নেতৃত্বে ফিফার নৈতিক কমিটির আইনি চেম্বার [এডজুডিক্যাটরি চেম্বার] ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ ফুটবল বিডিংয়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
বিচারক একার্ট এ বিষয়ে কখন সিদ্ধান্ত নিবেন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ফিফা। উল্লেখ্য, ৩৫০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করেনি ফিফা।