উরুগুয়ের সমর্থক এবং বিশ্বের কোটি কোটি লুইজ সুয়ারেজ ভক্তদের জন্য সুখবর যে, আগামী অক্টোবরে সৌদি আরব এবং ওমানের বিরুদ্ধে দুইটি প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন তাদের প্রিয় ফুটবলার।
বিশ্বকাপে ইতালির জিয়র্জিও চিয়েলিনিকে কামড় বিতর্কের পর চার মাস এবং আরও নয়টি আন্তর্জাতিক ম্যাচ থেকে নির্বাসিত হয়েছিলেন সুয়ারেজ। কিন্তু কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) তার শাস্তির মাত্রা শিথিল করায় ফের জাতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারকে। কারণ এখন আর ফুটবল সংক্রান্ত যে কোন ধরনের কাজে যুক্ত থাকার বিষয় তার উপর নিষেধাজ্ঞা নেই। তাই সেপ্টেম্বরে জাপান এবং দক্ষিণ কোরিয়া ম্যাচে খেলতে না পারলেও অক্টোবরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচগুলোতে খেলবেন সুয়ারেজ।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব