দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস টি-২০ ক্রিকেটর ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তানের মেয়েরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৭ ওভারে ৫ উইকেটে ৯০ রান।বাংলাদেশের পক্ষে উইকেট দু’টি নিয়েছেন জাহানার আলম। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রুমানা আহম্মেদ, ফাহিমা খাতুন ও সালমা খাতুন।
সাজঘরে ফেরা পাকিস্তানের পাঁচ ক্রিকেটার হলেন- মারিনা ইকবাল (১৪), জাভিরিয়া খান (৬) ও বিশমা মারুফ (২৪), নাইন আবিদি (১৮) ও সানা মির (১০)।
বাংলাদেশ দল: শাহনাজ পারভীন, আয়েশা রহমান, ফারজানা হক, লতা মণ্ডল, সালমা খাতুন, রুমানা আহম্মেদ, শায়লা শারমিন, জাহানার আলম, পান্না ঘোষ, ফাহিমা খাতুন ও নুজহাত তাসনিয়া।
পাকিস্তান দল: মারিনা ইকবাল, জাভিরিয়া খান, বিশমা মারুফ, নাইন আবিদি, কানিতা জলিল, নিদা দার, আসমাভিয়া ইকবাল, সিদরা নওয়াজ, সাদিয়া ইউসূফ, সানা মীর ও সুমাইয়া সিদ্দিকী।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব