বোলিং অ্যাকশনে সমস্যা হওয়ায় ১৬ ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তরুণ বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছে বোর্ড। এ ক্ষেত্রে নেওয়া হচ্ছে সাবেক ক্রিকেটারদের সাহায্য। একই সঙ্গে বায়োমেকানিকস ল্যাবরেটরি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য নতুন সরঞ্জামাদিও কেনা হয়ে গেছে।
মূলত স্পিনার সাঈদ আজমল নিষিদ্ধ হওয়ার পরই নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য বোলারদের সতর্ক করছে পিসিবি।
এ বিষয়ে পিসিবির পরিচালক ইন্তিখাব আলম বলেন, '২৯ ক্রিকেটারের বোলিং অ্যাকশনের সমস্যা নিয়ে অভিযোগ এসেছে। এদের মধ্যে ১৬ জন ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটেই নিষিদ্ধ করা হয়েছে। এদেরকে নিয়ে কাজ করতে হবে। বোর্ড তাদেরকে সহায়তা করবে। বোলিং অ্যাকশন নিয়ে কাজ করার জন্য ক্রিকেট একাডেমিতে ভালো কোচ নিয়োগ দেয়া হবে। একাডেমি থেকেই তাদের সমস্যার সমাধান হবে।'
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৪/আহমেদ