অ্যাথলেট মিলখা সিং, নারী বক্সার মেরি কমের পর এবার বড় পর্দায় আসছেন ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি। মিলখার ভূমিকায় ফারহান আখতার, মেরি কমের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন সুশান্তই।
গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়ছে ধোনির জীবন অবলম্বনে তৈরি সেই ছবির ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, ধোনির জার্সি পরা ব্যক্তি ব্যাট হাতে ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। পটভূমি স্টেডিয়াম। জার্সিতে লেখা ৭ নম্বর।
৭ সংখ্যাটি ধোনির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তম মাসের (জুলাই) সপ্তম দিনে (৭/৭/১৯৮১) জন্মেছিলেন তিনি।
ছবিটি পরিচালনা করেছেন নিরজ পান্ডে। টুইটারে ধোনির স্ত্রী সাক্ষীই এই ছবির ফার্স্ট লুক পোস্টারটি টুইট করেছেন। যদিও ছবি নিয়ে কোনো কথা বলেননি সাক্ষী। ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালে।