চোটের কারণে চলতি চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন।
অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, চোটের জন্য মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে রয়েছেন জনসন। তাই চিকিৎসকদের অনুমতি ছাড়া মাঠে নামতে পারবে না সে।
এর আগে চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ও অলরাউন্ডার শেন ওয়াটসন। এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে অস্ট্রেলিয়া। এখানে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টোয়েন্টি২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব