নিজেকে ফিট রাখতে গত বুধবার ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বার্সেলোনার বি টিমের হয়ে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন লুইস সুয়ারেজ। মাঠে নেমেই জোড়া গোল করেছিলেন তিনি। সেই ম্যাচে ইন্দোনেশিয়াকে ৬ গোল দিয়েছিল বার্সা। তাই সুয়ারেজ আসায় দল শক্তিশালি হবে বলেই মনে করছেন দলের তারকা স্ট্রাইকার লিয়োনেল মেসি।
তিনি বলেন, সুয়ারেজকে পেয়ে আমাদের টিমে বৈচিত্র্য এসেছে৷আমরা অনেক শক্তিশালি হয়েছি। এটা খুবই ভাল লাগছে যে লিভারপুল ছেড়ে ও বার্সায় খেলতে এসেছে।’
ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ইতালীয় ডিফেন্ডার জিয়র্জিও চিয়েলিনিকে কামড়ানোর অপরাধে চার মাস এবং ৯টি আন্তর্জাতিক ম্যাচে নির্বাসিত হয় সুয়ারেজ। এরপর নিজের শাস্তি কমানোর জন্য ফিফার কাছে আবেদন জানায় উরুগুয়ের তারকা স্ট্রাইকার। তাই ফিফা তাকে বেসরকারি ম্যাচ খেলার অনুমতি দেয়। তবে আগামী ২৪ অক্টোবরের আগে কোন সরাকারি ম্যাচেই নামতে পারবেন না সুয়ারেজ৷ ৮১ মিলিয়ন ইউরোয় এ মৌসুমে বার্সায় সই করেন সাবেক লিভারপুল তারকা।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব