ইন্দো-ইউরোপিয়ান বিজনেস ফোরামের (আইবিইএফ) পক্ষ থেকে আজীবন সম্মাননা পেলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেট দরের অধিনায়ক কপিল দেব। বুধবার দ্য হাইজ অব লর্ডসে এ সম্মাননা দেয়া হয় কপিল দেবকে।
১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রাখেন তিনি। ব্যাট-বল হাতে অসাধারণ পারফরমেন্স করে প্রথমবারের মতো ভারতকে শিরোপা এনে দেন ঐসময়কার দলপতি কপিল। বিশ্বকাপ জয়ের পর আরও ১১ বছর ভারতের জার্সি গায়ে খেলেছেন টেস্ট ও ওয়ানডে। ১৯৯৪ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি। তাই ক্রিকেটে কপিলের অবদানের কথা সবারই বেশ ভালোই জানা। এছাড়া মাঠের বাইরে সামাজিক কর্মকাণ্ডে বেশ দক্ষ কপিল।
তাই ক্রিকেট ও ক্রিকেটের বাইরে বিশেষ অবদানের জন্য কপিল দেবকে সম্মাননা দেয় আইবিইএফ। এমন সম্মাননা পেয়ে বেশ গর্বিত বলে জানান কপিল নিজে, ‘এমন সম্মাননা পেয়ে আমি বেশ খুশী। ভারতীয় হিসেবে আমি বেশ গর্বিত।’
ভারতের হয়ে ১৩১টি টেস্ট ও ২২৫ ওয়ানডে খেলেছেন ৫৫ বছর বয়সী কপিল দেব। টেস্টে ব্যাট হাতে ৫২৪৮ রান ও বল হাতে ৪৩৪ উইকেট শিকার করেন তিনি। আর ওয়ানডেতে ব্যাট হাতে ৩৭৮৩ রান ও বল হাতে ২৫৩ উইকেট নিজের ঝুলিতে নেন কপিল দেব।