নিষিদ্ধ ঘোষিত অফস্পিনার পাকিস্তানের সাঈদ আজমল কেবল নিজের বোলিং অ্যাকশন শোধরাবেন না আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে দেশের হয়ে খেলবেনও বলে আশা প্রকাশ করেছেন সাকলাইন মুশতাক।
গত ৯ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর আজমলের বোলিং অ্যাকশন শোধরাতে সহায়তা করার জন্য সাকলাইনের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার সাংবাদিকদের সাকলাইন বলেন, “আমাদের লক্ষ্য তাকে বিশ্বকাপের আগে ফিরিয়ে আনা।”
গত বুধবার লন্ডন থেকে লাহোর আসেন মুশতাক। এসেই জাতীয় ক্রিকেট একাডেমিতে পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আকরামকে নিয়ে আজমলের সঙ্গে দুই সেশন কাজ করেন সাকলাইন। সাকলাইন বলেন, “আজমলের শারীরিক মুভমেন্ট খুবই ইতিবাচক। সে একজন লড়াকু ক্রিকেটার এবং সকল কঠোর পরিশ্রমই করছে।”
সাকলাইন বলেন, “বোলিংয়ের সময় বাহুর পরিমাপ করার জন্য বিশেষ ধরনের সফটওয়্যার তার ল্যাপটপে আছে এবং আজমলকে সহায়তা করার জন্য অত্যন্ত মন্থর গতির ক্যামেরা রয়েছে পিসিবির।”
তিনি বলেন, “আজমলের সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সব কিছুই আমি পেয়েছি এবং আমরা খুবই আশাবাদী যে আপনারা সুসংবাদ শুনবেন।”
আইসিসি’র নিয়মানুসারে একজন বোলার বোলিং করার সময় ১৫ ডিগ্রি পর্যন্ত হাত বাঁকা করতে পারবে। কিন্তু অস্ট্রেলিয়ায় পরীক্ষার সময় আজমলের হাত নির্ধারিত সীমার কাছাকাছি না থেকে অনেক বেশি বাঁকা ছিল বলে আইসিসির রিপোর্টে বলা হয়েছে।
সাকলাইন বলেন, “আপনার শরীরের মাংসপেশির উন্নতি ঘটালে এবং অনেক বেশি অনুশীলন করলে আপনি ভালো ফল পেতে পারেন।” তিনি আরো বলেন, “আজমল পাকিস্তানের একটি সম্পদ। সে পুরো ক্রিকেট বিশ্বেরই সম্পদ।”