ইনচেন এশিয়ান গেমসে একটুর জন্য স্বর্ণ জিততে পারল না বাংলাদেশের মেয়েরা। কাল ইয়ংহি ক্রিকেট মাঠে পাকিস্তানের কাছে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৪ রানে হেরে যায় সালমারা। বাংলাদেশি বোলারদের দৃঢ়তায় কাল প্রথমে ব্যাটিং করে ৯৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। কিন্তু খেলার মধ্যাহ্ন বিরতির সময় মুষলধারায় শুরু হয়ে যায় বৃষ্টি। ঘণ্টাখানেক পর যখন বৃষ্টি থেমে যায় তখন বাংলাদেশের ১৩ ওভার কাটা হয়। সালমাদের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪৩ রান। অর্থাৎ ছয়ের ওপরে রানরেট। আর এই রানরেট তাড়া করতে গিয়েই দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত হেরেই যায়। বাংলাদেশের মেয়েদের এই কষ্টের হার গ্যালারিতে বসেই দেখেছেন আইসিসি সভাপতি ও বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ম্যাচ শেষে তিনি বলেন, 'বৃষ্টি না হলে আমরাই জিতে যেতাম। তবে আমাদের মেয়েরা ভালোই খেলেছে। ওরা শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে সেমিফাইনালে। আর পাকিস্তান দলে যারা খেলে তারা তো পুরুষের মতো। এদের হারানো সহজ নয়।'
সরকারি কাজে দক্ষিণ কোরিয়ায় এসে কাল বাংলাদেশের স্বর্ণ জয় দেখতেই মাঠে ছুটে গিয়েছিলেন মুস্তফা কামাল। কিন্তু একটুর জন্য হলো না। মাত্র ৪ রানে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সালমাদের। গত এশিয়ান গেমসেও এই পাকিস্তানের কাছেই হেরেছিল বাংলাদেশ। তবে সেবার পাকিস্তানি মেয়েদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বি্বতা গড়ে তুলতে পারেনি সালমারা। এবার লড়াই করে হেরেছে। এতেই খুশি মুস্তফা কামাল।