বৃষ্টির জন্য স্বর্ণ হাতছাড়া হয়েছে সালমাদের। ইনচেন এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট ফাইনালে বাংলাদেশ হার মানে পাকিস্তানের কাছে। পাকিস্তানের কাছে হার যত না কষ্ট দিয়েছে ক্রিকেটপ্রেমীদের, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছেন বৃষ্টির রুষ্ট আচরণে! তবে বৃষ্টিস্নাত ম্যাচে মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতাই ডুবিয়েছে মহিলা ক্রিকেট দলকে। ডাক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে স্বর্ণ জেতার জন্য শেষ দুই ওভারে ১০ রান দরকার ছিল সালমাদের। হাতে ছিল ৬ উইকেট। সেই ম্যাচ হেরে যায়। সালমারা স্বর্ণ জিতলে উজ্জীবিত, অনুপ্রাণিত হতেন মাশরাফিরা। কাল রাতে সালমাদের স্বর্ণ হাতছাড়ার সংবাদ নিয়েই ঢাকা ছেড়েছেন মাশরাফিরা। মাশরাফিরা ইনচেন গেছেন গুয়াংজু এশিয়াডের স্বর্ণ অক্ষুণ্ন রাখতে।
গুয়াংজু এশিয়াডে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। সেবার সেমিফাইনালে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এবারও ফিকশ্চার প্রায় এক। টেস্ট খেলুড়ে দেশ বলে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ। ১ অক্টোবর কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ কুয়েত বা মালদ্বীপ। অঘটন না ঘটলে সেমিতে মাশরাফিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রকে হারালেই গুয়াংজু এশিয়াডের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা। প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানকে পাওয়ার সম্ভাবনাই বেশি।
গত আসরে অন্তর্ভুক্ত হয় ক্রিকেট। সেবার ভারত অংশ নেয়নি। এবার ভারতের পথ ধরে অংশ নেয়নি পাকিস্তান। ভারত ও পাকিস্তান না থাকায় স্বর্ণ জয়ের অন্যতম দাবিদার বাংলাদেশ। কিন্তু কাজটি সহজ নয় বলে জানালেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে, 'ভারত ও পাকিস্তান না থাকায় টুর্নামেন্টকে হালকা মেজাজে নেওয়ার কোনো কারণ নেই। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা যথেষ্ট শক্তিশালী। এ ছাড়া আফগানিস্তান ও নেপালও ভালো দল। তারপরও মনে করি আমাদের স্বর্ণ জয়ের সম্ভাবনা উজ্জ্বল।' টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল হংকংয়ের কাছে। টাইগার অধিনায়ক মাশরাফি দেশ ছাড়ার আগে বলেন, 'আমাদের টার্গেট স্বর্ণ। স্বর্ণর্ জেতার জন্য সেরাটাই খেলব। তবে সালমারা জিততে পারলে ভালো লাগত।' সালমাদের জেতাটা মাশরাফিদের অনুপ্রেরণা জোগাত কোনো সন্দেহ নেই।
এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নিচ্ছে প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে। বিয়ের জন্য যাননি টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে মাশরাফির। শুরুতে গেমসের জন্য ঘোষিত দলে পরিবর্তন হয়েছে তিনটি। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বাদ পড়েছেন সোহাগ গাজী ও আল-আমিন। দুজনের পরিবর্তে এসেছেন সাকিব আল হাসান ও রুবেল হোসেন। এ ছাড়া আহত মুক্তার আলীর জায়গায় শেষ মুহূর্তে নেওয়া হয়েছে জিয়াউর রহমানকে।