ভ্যালেন্সিয়া স্প্যানিশ লা লিগায় সর্বশেষ শিরোপা জয় করেছিল ২০০৩-০৪ মৌসুমে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা তাদের জন্য স্বপ্নের মতোই হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়া লা লিগায় হারানো সেই স্থান আবার ফিরে পেয়েছে। গত বৃহস্পতিবার মেস্তায়া স্টেডিয়ামে ভ্যালেন্সিয়া ৩-০ গোলে হারিয়েছে কর্ডোভাকে। দলের পক্ষে গোল করেছেন পাকো আলকাজের, হোসে গায়া এবং ফেঘুলি। এই জয়ে ভ্যালেন্সিয়া লা লিগায় পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। বার্সেলোনার পয়েন্টও ১৩। এমনকি দুই দলের গোল ব্যবধানও সমান (+১১)। তবে প্রতিপক্ষের জালে বার্সেলোনার (১১ গোল) চেয়ে বেশি গোল করেছে ভ্যালেন্সিয়া (১৩)। এর ফলে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেছে ভ্যালেন্সিয়া। বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার সমান পয়েন্ট অর্জন করেছে সেভিয়াও। ১৩ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেভিয়ার অবস্থান তিন নম্বরে। লা লিগায় মৌসুমের শুরুতেই বার্সেলোনাকে শিরোপার জন্য বহুমুখী আক্রমণের মোকাবিলা করতে হচ্ছে। এখনো তো রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের আক্রমণ শুরুই হয়নি। শিরোপার পথে মেসিদের ছুটে চলায় সামান্য ভুলও ছিটকে দিতে পারে বার্সেলোনাকে। বিষয়টা নিয়ে ভাবছে কাতালানরা। লুইস এনরিক ডিফেন্সের সমস্যা দূর করার পর এবার আক্রমণ ভাগ নিয়ে নতুন করে চিন্তা করছেন। আজ লা লিগায় গ্রানাডার মুখোমুখি হচ্ছে কাতালানরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এ সপ্তাহেই বার্সেলোনাকে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের মুখোমুখি হতে হবে। ন্যু-ক্যাম্পে সেই ম্যাচের আগে আজই প্রস্তুত হওয়ার শেষ সুযোগ কাতালানদের সামনে।