সুপার কাপ ফুটবল হচ্ছে কবে? এশিয়ান গেমস থেকে অনূর্ধ্ব ২৩ দল বা কলম্বো থেকে শেখ রাসেল এএফসি প্রেসিডেন্ট কাপ খেলে দেশে ফিরেছে। ঘরোয়া ফুটবলে বড় কোনো শিডিউল নেই। তাই এ সময়ে সুপার কাপ আয়োজন করা যেত। বাফুফের সিনিয়র সহ-সভাপতি, লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, 'আর কদিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহিলা অনূর্ধ্ব-২৩ বাছাই পর্ব ফুটবল অনুষ্ঠিত হবে। তাই কোনোভাবে সুপার কাপ আয়োজন করা সম্ভব নয়। এখানে ক্লাবগুলোর সঙ্গে আলোচনারও প্রয়োজন রয়েছে। কেননা পেশাদার লিগ শেষ হওয়ার পর তারা আবাসিক ক্যাম্প বন্ধ করে দিয়েছেন। সুপার কাপ প্রেস্টিজের লড়াই, প্রস্তুতি ছাড়া কোনো ক্লাবই মাঠে নামতে চাইবে না। কোরবানির আগেই একটা বৈঠক করার ইচ্ছা রয়েছে। সেখানেই ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে সুপার লিগের তারিখ নির্ধারণ করতে পারব বলে আশা রাখি।' তবে নভেম্বরের আগে যে সম্ভব নয়, তা সালাম নিশ্চিত করেই বলেছেন। শিডিউল অনুযায়ী সুপার কাপ চলতি মৌসুমের টুর্নামেন্ট। এখানে নতুন করে দলবদলের প্রয়োজন পড়বে না।
সালাম বলছেন, ক্লাবগুলো চাইলে দলবদলের পরও এ আসর মাঠে নামতে পারে। যদি তাই হয় তাহলে লিগ কমিটিকে আবার ঝামেলায় পড়তে হতে পারে। কারণ ঢাকা মোহামেডান লিখিতভাবে বাফুফের কাছে অভিযোগ করেছে, তার পাঁচ খেলোয়াড়- এমিলি, জাহিদ, নাহিদ, ইমন ও মামুন পেশাদার লিগ চলাকালে শেখ রাসেল থেকে অগ্রিম পেমেন্ট নিয়ে গোপন চুক্তিবদ্ধ হয়েছেন। তাই তারা এ পাঁচজনের শাস্তি দাবি করেছেন। সে ক্ষেত্রে সুপার কাপের আগে দলবদল হলে এবং এ পাঁচজন ফুটবলার যদি শেখ রাসেলে যোগ দেন তাহলে মোহামেডানও ছেড়ে কথা বলবে না।