চীনের উহ্যান ওপেন টেনিস টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছেন কানাডিয়ান তরুণী ইউজিন বুচার্ড এবং চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। গতকাল সেমিফাইনালে চেক তরুণী কেভিতোভা ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন এলিনা ভিটোলিনাকে। কানাডিয়ান তরুণী ইউজিন বুচার্ড সেমিফাইনালে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকিকে। ফাইনালে ইউজিন বুচার্ড মুখোমুখি হচ্ছেন পেত্রা কেভিতোভার। দুই মিলিয়ন পাউন্ডের এ টুর্নামেন্টে সেরেনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভার মতো তারকারা অংশ নিলেও তারা কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে পড়েন। সেরেনা উইলিয়ামস ইনজুরির কারণে দ্বিতীয় রাউন্ড থেকেই নিজেকে প্রত্যাহার করে নেন। মারিয়া শারাপোভা তৃতীয় রাউন্ডে সুইস তরুণী তিমিয়ার কাছে হেরে বিদায় নিয়েছেন। সবাই বিদায় নিলেও শেষ পর্যন্ত টিকে রইলেন পেত্রা কেভিতোভা এবং ইউজিন বুচার্ড। দেখা যাক, উহ্যান ওপেনের প্রথম শিরোপা জয় করেন কে। চলতি মৌসুমেই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এ টুর্নামেন্টের।