অনেক আগ থেকে বোঝা যাচ্ছিল ৫ম বারের মতো ফিফার সভাপতির পদে লড়বেন সেফ ব্লাটার। কার্যকরী সমিতি চূড়ান্ত রায় দেওয়ার পরে সেফ ব্লাটার নিজেই জানিয়ে দিলেন সেকথা। আগামী বছর ২৯মে জুরিখে ফিফার পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে। এখানেই ফিফা সভাপতি নির্বাচন হবে। তখন পঞ্চমবার ফিফা সভাপতি নির্বাচিত হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র।
ব্লাটার বলেছেন, 'আমার কাজ ও লক্ষ্য এখনও শেষ হয়নি। সাও পাওলোতে শেষ ফিফা কংগ্রেসে আমি অনেক সমর্থন পেয়েছি। সংখ্যাগরিষ্ঠ সমর্থন আমার দিকেই রয়েছে। সকলেই আমাকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সমর্থন পাওয়ায় ফের নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রথমবার ফিফা সভাপতি নির্বাচিত হন ব্লাটার। এর টানা চতুর্থবারের মতো দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।