মাসখানেক হয়েছে ভারতীয় দলের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রবি শাস্ত্রী। তবে তখন তার মেয়াদকাল নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। শোনা যাচ্ছিল, দায়িত্ব পাওয়ার পর ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের দেখভালের আগ্রহ দেখিয়েছিলেন বর্তমানে জনপ্রিয় এই ধারভাষ্যকার। শেষ পর্যন্ত ইচ্ছে পূরণ হয়েছে। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার পরিচালক পদে বহাল থাকছেন শাস্ত্রী।
শুক্রবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শাস্ত্রীর মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে। শাস্ত্রী ছাড়াও সাপোর্ট স্টাফ হিসেবে মেয়াদ বাড়ছে কোচ ডানকান ফ্লেচার, আর শ্রীধর, সঞ্জয় বাঙ্গার ও ভরত অরুনের৷
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দলের লজ্জাজনক পারফর্মেন্সের পর ওয়ান ডে সিরিজের জন্য টিমের পরিচালক পদে নিযুক্ত হন শাস্ত্রী। তারপরই ঘুরে দাঁড়ায় ভারত। একদিনের সিরিজ জিতে নেয় ধোনি বাহিনী। পরিচালক পদে শাস্ত্রীর মেয়াদ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার কারসন ঘাউড়িও।
আগামী বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।