নেদারল্যান্ডসের তারকা ফুটবলার আরিয়েন রোবেন। ফুটবল ক্যারিয়ারে অনেক অর্জন করেছেন। এবার অর্জনের তালিকায় কোর ফুটবল নয়, ব্যতিক্রম কিছু একটা করার ইচ্ছা জেগেছে তার। তা হলো একটি ব্যক্তিগত জাদুঘর খুলতে চান তিনি সেখানে তার ফুটবল ক্যারিয়ারের সকল প্রাপ্তি জমা থাকবে।
বর্তমানে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলছেন রোবেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যখন আমি ফুটবল অঙ্গন থেকে অবসর নেব তখন এ জাদুঘর খোলার কাজ শুরু করব। সেখানে অর্জিতসব শিরোপা রাখব।
তিনি আরো বলেন, জাদুঘরটি খোলা আমার একটি স্বপ্ন পূরণের মতো হবে। এটি ব্যক্তিগত হবে বলে সেখানে আমি, আমার স্ত্রী এবং আমার কাছের বন্ধুরা যেতে পারবে।’
৩০ বছর বয়সী রোবেন ১৯৮৯ সালে ডাব্লিউ বেডামের ক্লাবে একেবারে তরুণ বয়সে খেলা শুরু করেন। আর জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন ২০০৩ সাল থেকে।