ভারতীয় ক্রিকেট তারকা আজাঙ্কে রাহানে জীবনের নতুন ইনিংস শুরু করলেন। শুক্রবার তিনি গাঁটছড়া বেঁধেছেন রাধিকা ধোপভকারনের সঙ্গে। সম্পূর্ণ মারাঠি ঐতিহ্য মেনে তাদের বিয়ে হয়। এক টুইট বার্তায় রাহানে লেখেন, প্রস্তুতি ভালো … আমার জীবনের নতুন ইনিংস শুরু হচ্ছে।
২৬ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে ১০ টেস্ট, ৩৪টি ওডিআই এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০ টি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন এই তারকা।