দ. কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ‘এ’ গ্রুপের শেষ ও বাংলাদেশ হকি দলের জন্য নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল চয়ন-মিমোরা। সিওনহাক স্টেডিয়ামে এ ম্যাচে বিশাল ব্যবধানে চয়নদের হারিয়েছে স্বাগতিক দ. কোরিয়া।
বিশ্ব ৠাংকিংয়ে আট নম্বর আর এশিয়ার এক নম্বর স্বাগতিক দ. কোরিয়ার হকি দলের সঙ্গে ৩০ নম্বর দল হিসেবে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নেমেছিল লাল-সবুজরা। এ ম্যাচে ৭-০ গোলের বড় ব্যবধানে হার মেনে নেয় বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম দুটি ম্যাচে শোচনীয়ভাবে হেরেছিল নাভিদ আলমের ছাত্ররা। জাপানের কাছে ৮-০ গোলে এবং মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরে আগেই এশিয়ান গেমস থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
তবে, নিজেদের আরেকটি ম্যাচে জয় পেয়েছিল লাল-সবুজরা। সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
দ. কোরিয়া যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেছিলেন, তাদের টার্গেট গ্রুপ পর্ব উতরে যাওয়া। কিন্তু পরপর দুই ম্যাচে হেরে সেই স্বপ্ন আগেই উড়ে গিয়েছিল চয়নদের।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ১৪/সালাহ উদ্দীন