দুটি চার দিনের ম্যাচ শেষ। দুটিতেই জিতেছে বাংলাদেশ 'এ'। আজ শুরু হচ্ছে সফরকারী জিম্বাবুয়ে 'এ'র বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটির সব কটিই হবে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। আগামী মাসে তিন টেস্ট ও পাঁচ ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে। তার আগে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে খেলতে এসেছে দেশটির দ্বিতীয় জাতীয় দল। সফরকারী দল এরই মধ্যে খেলে ফেলেছে দুটি চার দিনের ম্যাচ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি স্বাগতিক 'এ' জিতেছিল ৬ উইকেটের বড় ব্যবধানে। ওই ম্যাচে সফরকারীদের একাই ধসিয়ে দিয়েছিলেন বাঁ হাতি স্পিনার সাকলাইন সজিব। দুই ইনিংস মিলিয়ে ১৫ উইকেট নিয়েছিলেন ১৩২ রানে, যা প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের যে কোনো বোলারের ব্যক্তিগত রেকর্ড। এর মধ্যে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। কোনো বিদেশি দলের বিপক্ষে এটাই সেরা বোলিং। দ্বিতীয় চার দিনের ম্যাচটি হয় ফতুল্লা স্টেডিয়ামে। সফরকারীরা ম্যাচটি হেরেছেন ১১৮ রানে। এ ম্যাচের জয়ের নায়কও দুই স্পিনার সজিব ও জুবায়ের রহমান লিখন। আজ শুরু ওয়ানডে সিরিজ। বাঁ হাতি ওপেনার সাদমান ইসলাম আহত হওয়ায় খেলতে পারছেন না। তার জায়গায় টেস্ট ক্রিকেটার মুমিনুল হক সৌরভের খেলার সম্ভাবনা রয়েছে। খেলতে পারেন ফাস্ট বোলার আবুল হাসান রাজুও। জাতীয় দলের পক্ষে রাজু সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৩ সালের মার্চে, কলম্বোয়।
সর্বশেষ ওয়ানডেও খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে একই সিরিজে। কোমরের ইনজুরির জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন টেস্ট ক্রিকেটে ১০ নম্বর পজিশনের সেঞ্চুরিয়ান রাজু। প্রায় দেড় বছর পর সুস্থ হয়ে ফের ক্রিকেট খেলতে নামছেন তিনি।