টিভি স্বত্ব বিক্রি করে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ আয় করেছে স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই ক্লাবই ২০১৩-১৪ মৌসুমে ১৪০ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা) করে আয় করেছে। ইংলিশ ক্লাব লিভারপুল ১১৭.০৫ মিলিয়ন ইউরো আয় করে আছে তৃতীয় স্থানে। পরের ছয়টি স্থানেও রয়েছে ইংলিশ ক্লাব।
ম্যানসিটি ১১৫.৮৯ মিলিয়ন, চেলসি ১১২.৯৩ মিলিয়ন, টটেনহ্যাম ১০৭.০৬ মিলিয়ন, ম্যানইউ ১০৬.৯৯ মিলিয়ন ও এভারটন ১০২.০৩ মিলিয়ন ইউরো আয় করেছে। ১০ নম্বরে অবস্থান করছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তারা ৯৪ মিলিয়ন ইউরো আয় করেছে টিভি স্বত্ব বিক্রি করে। তবে জার্মান বুন্দেস লিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ টিভি স্বত্ব বিক্রি করে তেমন একটা লাভ করতে পারেনি। তারা মাত্র ৩৬.৯৩ মিলিয়ন ইউরো আয় করেছে গত মৌসুমে টিভি স্বত্ব বিক্রি করে। টিভি স্বত্ব বিক্রি করে বায়ার্ন মিউনিখের চেয়ে ৪০ মিলিয়ন ইউরো বেশি আয় করেছে ইংলিশ লিগে দ্বিতীয় সারির ক্লাব কার্ডিফ সিটি! গতবার প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ খেললেও রেলিগেশনের শিকার হয়ে দ্বিতীয় বিভাগে খেলতে হচ্ছে তাদের চলতি মৌসুমে।