উহ্যান ওপেনের প্রথম শিরোপা জয় করেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। গতকাল ফাইনালে তিনি কানাডিয়ান তরুণী ইউজিন বুচার্ডকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। সেরেনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভার মতো টেনিসের সেরা তারকারা এই টুর্নামেন্টে অংশ নিলেও সবাইকে পিছনে ফেলে শিরোপা জিতলেন পেত্রা কেভিতোভা। চলতি বছরে এই নিয়ে তিনটা শিরোপা জিতলেন এই চেক তরুণী। উইম্বলডনে বুচার্ডকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে শিরোপা জয় করেছিলেন পেত্রা কেভিতোভা। গত আগস্টে ম্যাগডেলেনাকে ফাইনালে হারিয়ে জয় করেন কানেকটিকাট ওপেন শিরোপা। এবার উহ্যান ওপেন জয় করলেন ইউজিন বুচার্ডকে হারিয়ে। শিরোপা জয়ের পর কেভিতোভা বলেন, 'ম্যাচে সবকিছুই ভালোভাবে হচ্ছিল। শুরুটা হয়েছিল দারুণ। উইম্বলডনের মতো একটা ম্যাচ খেলার প্রয়োজন ছিল আমার। আমি তাই খেলেছি।' এ শিরোপা জয়ের পর র্যাঙ্কিংয়েও অনেকটা উন্নতি হবে পেত্রা কেভিতোভার।