টানা পঞ্চমবারের মতো ফিফা সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সেপ ব্ল্যাটার। ১৯৯৮ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালনকারী এ সুইস ফুটবল সংগঠকের সিদ্ধান্ত নিয়ে দুনিয়াজুড়েই তোলপাড়। অনেকের মতেই, এবার সরে দাঁড়ানো উচিত ব্ল্যাটারের। বিরোধী পক্ষের তালিকায় আছে উয়েফা সভাপতি সাবেক ফরাসি তারকা ফুটবলার মিশেল প্লাতিনির নামও। তবে সেপ ব্ল্যাটারের পক্ষে দাঁড়ালেন এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলীফা। তিনি বলেন, 'যোসেপ ব্ল্যাটার সব সময়ই এশিয়াকে সমর্থন দিয়েছেন। ফিফার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এশিয়ান ফুটবলের উন্নয়নে ভূমিকা রেখেছেন। বিশ্ব ফুটবলে আমাদের যে উন্নতি তার পিছনে প্রধান ভূমিকা রেখেছেন ব্ল্যাটারই।' এসব কারণে এবারের নির্বাচনেও এশিয়ান ফুটবলের কর্ণধার সেপ ব্ল্যাটারকেই সমর্থন দিবেন বলে ঘোষণা দিয়েছেন।