গোলও করলেন আবার লাল কার্ডও দেখলেন। যেন নায়ক ও খলনায়ক এ দ্বৈত ভূমিকায় অভিনয় করলেন অধিনায়ক ওয়েন রুনি। তবে ঘরের মাঠে জয় পেতে কোনো সমস্যা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার প্রিমিয়র লিগে ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারিয়ে দিয়ে জয়ের ধারায় ফিরেছে লুই ভ্যান গালের দল। রুনি ছাড়াও গোল করেন রবিন ভ্যান পার্সি।
ম্যাচের পাঁচ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রুনি। এরপর ২২ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান পার্সি ৷ কিন্তু দু’গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানইউ। ৩৭ মিনিটে ওয়েস্ট হ্যামের পক্ষে ব্যবধান কমান ডি স্যাকো। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভ্যান গালের শিষ্যরা।