রেকর্ডের পর রেকর্ড! শনিবার আরো একটি রেকর্ড! তাও যেই সেই নয়, ক্যারিয়ারে ৪০০ গোল যোগ করার কৃতিত্ব। কথা হচ্ছে ক্ষুদ্রে ম্যারাডোনা মেসিকে নিয়ে। শনিবার গ্রানাডার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। জয় পায় ৬-০ গোলের বড় ব্যবধানে। এই ম্যাচে জোড়া গোলের দেখা পান লিওনেল মেসি। আর এই জোড়া গোলের সুবাদে ক্যারিয়ারে চার শতাধিক গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি।
মেসি তার এই ৪০১ গোলের মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৩৫৯ গোল ও জাতীয় দলের হয়ে করেছেন ৪২ গোল। বার্সেলোনার জার্সি গায়ে করা ৩৫৯ গোলের ২৪৮টি গোল করেছেন লা লিগায়। ৬৮টি করেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগে ও ৪৩টি করেছেন অন্যান্য প্রতিযোগিতায়।
চলতি মৌসুমে লা লিগায় আর তিনটি গোল করতে পারলেই অ্যাথলেটিক বিলবাওর সাবেক তারকা তেলমো জারার রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। ১৯৪০-১৯৫৫ সাল পর্যন্ত অ্যাথলেটিক বিলবাওর হয়ে খেলা তেলমো জারা লা লিগায় রেকর্ড ২৫১ গোল করেছিলেন।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৪/আহমেদ