স্পোর্টস ক্লাবের মালিক এমন ভারতীয় শীর্ষ ধনীর তালিকায় শীর্ষে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র দল মুম্বাই ইন্ডিয়ান্স'র মালিক ভারতের এ শীর্ষ ব্যবসায়ী। ব্যবসা সাময়িকী ফর্বসের হিসাবে, মুম্বাই ইন্ডিয়ান্স'র বর্তমান মূল্য আনুমানিক ২০০ মিলিয়ন ডলার। সাময়িকীর এ হিসাব অনুযায়ী, কোনো স্পোর্টস ক্লাব বা দলের মালিক এমন ভারতীয় শীর্ষ ধনীর এক তালিকায় সবার উপরে ব্যবসায়ী মুকেশ আম্বানি । খবর টাইমস অব ইন্ডিয়ার
ফর্বসের মতে, ভারতীয় শীর্ষ ধনীরা স্পোর্টস ক্লাবের মালিক হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। এটা তাদের স্ট্যাটাসের নতুন প্রতীকে পরিণত হয়েছে। আর খেলাধুলার জগতে তারা ক্রিকেট, কাবাডি, হকি ও ব্যাডমিন্টনকে বেছে নিয়েছেন।
ফর্বসের তালিকায় স্পোর্টস দলের মালিক হিসেবে ভারতীয় শীর্ষ ধনীদের মধ্যে আরো আছেন জি এম রাও [দিল্লি ডেয়ারডেভিলস'র মালিক] ও কালানিধি মারন [সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক]।
ভারতের শীর্ষ ধনীদের নিয়ে করা ফর্বসের সাম্প্রতিক তালিকায় এক নম্বরে মুকেশ আম্বানি, ৩৮ নম্বরে আছেন কালানিধি ও ৯৮তম জি এম রাও।
বিডি-প্রতিদিন/ সেপ্টেম্বর ২০১৪/ শরীফ