বুন্দেসলিগার ম্যাচে কোলনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। কোলনের মাঠে অতিথি হিসেবে খেলতে গিয়ে খুব বেশি সুবিধা আদায় করে নিতে পারেনি বায়ার্ন। পেপ গার্দিওলা তার শিষ্যদেরকে ৪-২-৩-১ ফরম্যাটে খেলাতে থাকেন। লাম, রাফিনহা, বোয়েতাং, অলোনসো, আলবা, রোবেন, মুলার, গোতজে, লেভানোডস্কিরা মিলে গোল করতে পেরেছেন একটিই।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেও গার্দিওলার শিষ্যরা গোলের দেখা পায় ম্যাচের ১৯ মিনিটে। গোল করেন মারিও গোতজে। রোবেন বল নিয়ে লেভানোডস্কিকে দিলে সেখান থেকে বল পান থমাস মুলার। মুলার গোতজেকে বল বাড়িয়ে দিলে গোল করেন বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোলের মালিক গোতজে।
এছাড়া বাকি গোলটি আত্মঘাতী। ম্যাচের ৬৬ মিনিটে কোলনের খেলোয়াড় হালফারের ভুলে নিজেদের জালে বল জড়িয়ে দেন তিনি। ফলে ২-০ তে হার মানতে হয় কোলনদের। ৬ ম্যাচে চার জয় আর দুইটি ড্র নিয়ে বায়ার্নের সংগ্রহ ১৪ পয়েন্ট। ঘরের মাঠে তিনটি ম্যাচেই জয় পাওয়া বায়ার্ন তিনটি অ্যাওয়ে ম্যাচের দুটিতে ড্র করলেও এই প্রথম জয় পায়।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ