বিবাহোত্তর সংবর্ধণার পর জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম এখন শ্বশুর বাড়িতে। আগামীকাল সোমবার শ্বশুরবাড়ি থেকে উত্তরার ১৩ নম্বর সেক্টরে নিজ বাড়িতে ফিরবেন। তবে ঈদ করবেন বগুড়ার আদি বাড়িতে। ঈদের পর ১০ অক্টোবর বগুড়ায় স্থানীয়ভাবে সংবর্ধণা দেওয়া হবে এই নবদম্পতিকে। এমনটায় জানিয়েছেন মুশফিকের বাবা মাহাবুব হামিদ।
এদিকে, জাতীয় দলের টাইট শিডিউল থাকায় এ মুহূর্তে মুশফিকের পক্ষে দেশের বাইরে হানিমুনে যাওয়ার সম্ভব হচ্ছে না। কেননা, অক্টোবরে রয়েছে প্রিমিয়ার লিগ ও জিম্বাবুয়ে সিরিজ। তাছাড়া, আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ-২০১৫। তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আগে হানিমুনের সম্ভাবনা নেই।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব