উইম্বলডন জিতেছেন সেই ২০১৩ সালে। এরপর কেটে গেছে ১৫টি মাস। আবশেষে ট্রফির দেখা পেলেন ব্রিটেনের টেনিস তারকা অ্যান্ডি মারে৷ আজ রবিবার টমি রব্রেডোকে (৫-৭,৭-৬,৬-১) সেটে হারিয়ে শেনজেন এটিপি খেতাব জিতে নেন তিনি।
দীর্ঘদিন ট্রফি না-জেতায় এটিপি র্যাঙ্কিংয়ে দুই নম্বর থেকে পিছিয়ে ১১ নম্বরে চলে যান মারে। এদিন ট্রফি জিততে মরিয়া ছিলেন ২৭ বছরে স্কটিশ তারকা। যদিও জয়টা সহজ আসেনি। তিন সেটের লড়াইয়ের পর ম্যাচ ও ট্রফি জেতেন মারে। প্রথম সেট হারের পর টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন মারে। তৃতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি স্কটিশ তারকা।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব