স্বর্ণ ধরে রাখাই লক্ষ্য। সে উদ্দেশ্যেই মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন দক্ষিণ কোরিয়ায়। কোরিয়ায় পা রেখে গতকাল প্রথম অনুশীলন করেন মাশরাফিবাহিনী। স্বর্ণ জয়ের টার্গেটে যে স্কোয়াড গঠন করা হয়েছে, তাদের ১০ জনেরই এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা নেই। সেই নতুনদের একজন এনামুল হক বিজয়। কাল অনুশীলনের পর আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, স্বাভাবিক খেলা খেলতে পারলে বাংলাদেশ স্বর্ণ অক্ষুণ্ন রাখবে। বিজয়ের সেই কথোপকথনটি তুলে ধরা হলো-
টার্গেট তো অবশ্যই স্বর্ণ...
এটা আমার কাছে বড় অভিজ্ঞতা। নতুন এক দেশ কোরিয়াতে এসেছি। আশা করছি ভালো কিছু করব। স্বর্ণ জয়ই আমাদের টার্গেট।
গেমস ভিলেজে অন্যদের সঙ্গে মেশার অনুভূতি কেমন?
খুবই ভালো লাগছে। আমাদের ব্যাচের বিকেএসপির বেশ কিছু বন্ধু আছে এখানে। ওদের দেখে খুব ভালো লাগছে। গেমস সম্পর্কেও অনেক কিছু জানা যাচ্ছে। বড় বড় সুপার স্টারদের পাশাপাশি থাকছি। কোনো সমস্যা হচ্ছে না। সবাই এক সঙ্গে আছি। রুমে সুন্দর একটা স্পেস আছে বসার। সবাই মিলে আড্ডা দেওয়া যায়। মোবাইল ইন্টারনেট থেকে শুরু করে সবকিছুর সুবিধা আছে। সব কিছু মিলে দারুণ এক অভিজ্ঞতা।
বাংলাদেশ দলের ব্যাটিংয়ে অন্যতম ভরসা আপনি। বিষয়টা কতটা উপভোগ করেন?
আমি যেভাবে খেলি, সেভাবেই খেলার চেষ্টা করব। এখানকার উইকেট আমাদের মতো হবে না। তারপরও মানিয়ে নেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব যাতে দলকে জেতাতে পারি। তাছাড়া আমাদের দলে সাকিব ভাই যোগ হওয়াতে আমাদের শক্তি বেড়েছে। স্বাভাবিক খেলাটা খেললে আমরা জয়লাভ করব। আশা করি স্বর্ণ পদক ধরে রাখতে পারব।
চলতি বছরের পারফরমেন্সের বিচারে এশিয়ান গেমসে দল ভালো করতে পারবে তো?
নতুন করে ভালো একটা সুযোগ এটা। সাকিব ভাই আসছে অনেক দিন পরে। আশা করছি সবাই মিলে ভালো একটা কিছু শুরু করতে পারব। বাংলাদেশ যে শক্ত দল, অন্যরা যেভাবে বাংলাদেশকে ভয় পেত সেই স্টান্ডার্ড বজায় রেখেই খেলার চেষ্টা করব।
২০১০ সালে স্বর্ণ জিতেছিল। কিন্তু এখন সময় ভালো যাচ্ছে না। তাই পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে গেমসে...
সবাই যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাই, আমি যে যার জায়গা থেকে খেলতে পারলে মনে হয় স্বর্ণটা আমাদেরই থাকবে। এটা বড় একটা সুযোগ আমাদের জন্য। এখন পর্যন্ত বাংলাদেশ কোনো ইভেন্টেই স্বর্ণ জিততে পারেনি। তাই দেশের হয়ে আমরা যদি একটা স্বর্ণ জিততে পারি, সেটা হবে বড় সম্মানের এবং গর্বের।
প্রথম ম্যাচে খুব একটা কষ্ট হবে না। তবে দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লড়াইটা কেমন হবে?
২০ ওভারে ম্যাচে যে কেউ যে কোনোদিন জিততে পারে। ম্যাচের চিত্র মুহূর্তে বদলে যেতে পারে। তবে আমাদের চেষ্টা থাকবে যেন ছন্দ না হারাই। ছন্দপতন না হলে জয় আমাদেরই হবে।