'আমি কখনো ভাবিনি ক্যারিয়ারে এমন কিছু অর্জন করতে পারব। বার্সেলোনা এবং আর্জেন্টিনার জার্সি গায়ে ৪০০ গোল করায় আমাকে যারা অভিবাদন জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি আরও কঠোর পরিশ্রম করতে চাই। আরও অনেক মাইলফলক স্পর্শ করতে চাই।' ক্যারিয়ারে ৪০১ তম গোল করার পর ম্যাচ শেষে এমন মন্তব্যই নিজের ফেসবুক পেইজে লিখেছেন বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। শনিবার বার্সেলোনা-গ্রানাডা ম্যাচে লিওনেল মেসি দুই গোল করেছেন। বার্সেলোনার ৬-০ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেছেন নেইমার।
মেসি অফিসিয়াল ম্যাচে বার্সা ও আর্জেন্টিনার জার্সিতে ৪০১ গোল করেছেন ৫২৫ ম্যাচে। ২০০৫ সালের ১ মে মেসি বার্সেলোনার জার্সি গায়ে প্রথম গোল করেন। লা লিগায় ক্লাবের ইতিহাসে তিনিই ছিলেন তখন সর্বকনিষ্ঠ গোলদাতা। অবশ্য পরে এই রেকর্ড ভেঙে দেন বোজান। আর্জেন্টিনার জার্সিতে মেসি প্রথম গোল করেন ২০০৬ বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক প্রীতিম্যাচে। এরপর আটটা বছর তিনি আন্তর্জাতিক ফুটবলে কাটিয়েছেন। জয় করেছেন অনেক কিছুই। ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় করেছেন টানা চার বার। জয় করেছেন বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার। অসংখ্য অর্জনের ফাঁকে এবার যোগ হলো ৪০০ গোলের রেকর্ডও। অবশ্য এ রেকর্ড আরও অনেকেরই আছে। ক্রিস্টিয়ানো রোনালদো ৬৯২ ম্যাচ খেলে পোর্তো, ম্যানইউ, রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ৪৩৮ গোল করেছেন। বর্তমান ফুটবলের দুই তারকা এগিয়ে চলেছেন বহুদূরের লক্ষ্যপানে। ফুটবলে ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড অস্ট্রিয়ান ফুটবলার যোসেফ বাইকনের। তিনি চেকোস্লোভাকিয়ার জার্সিতেও খেলেছেন। ১৯৩১-৫৬ সালের মধ্যে তিনি মাত্র ৯১৮ ম্যাচে ১৪৬৮ গোল করেছেন। জার্মান কিংবদন্তি গার্ড মুলার, ব্রাজিলিয়ান কিংবদন্তি আর্থার ফ্রেডেনরিখ, পেলে এবং অস্ট্রিয়ান ফুটবলার ফ্র্যাঞ্জ বিন্ডার হাজারের উপর গোল করার রেকর্ড করেছেন। তাছাড়া রোমারিও, ইউসেবিও এবং ফেরেনচ পুসকাসও গোলদাতার তালিকায় সেরা দশের ভিতর আছেন।