দুটি চার দিনের ম্যাচেই স্বাগতিক স্পিনারদের বিপক্ষে নাকাল হয়েছেন জিম্বাবুয়ে 'এ'র ব্যাটসম্যানরা। অসহায় আত্মসমর্পণ করে হেরেছেন দুটি ম্যাচই। কিন্তু ওয়ানডে সিরিজ শুরুর পরই পাল্টে ফেলেন খোলস। প্রতিদ্বন্দ্বিতায় নামেন ভিন্ন পরিচয়ে। প্রবল পরাক্রান্ত হয়ে খেলতে নেমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৭ রানে হারিয়েছে স্বাগতিক 'এ' দলকে। দীর্ঘ দেড় বছর খেলতে নেমে পুনরায় ব্যথা পেয়েছেন পেসার আবুল হাসান রাজু। কাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যু নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে সফরকারীরা ওপেনার রেগিস চাকাবার ১৩২ রানে ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৩ রানের লড়াকু স্কোর গড়ে। জবাবে স্বাগতিকদের ইনিংস শেষ ২৩৬ রানে। দেড় বছর পর খেলতে নেমে ২.৫ ওভার বোলিং করেই ফের ইনজুরিতে পড়েন রাজু। ফলে তার ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়ল।