এশিয়ান গেমসে অংশ নিতে মাশরাফি বিন মর্তুজারা এখন ইনচেনে। স্বর্ণ জয়ের টার্গেট বাংলাদেশ ক্রিকেট দলের। মাশরাফির নেতৃত্ব টাইগাররা যদি স্বর্ণ অক্ষুণœ রাখে, সেটা হবে ইতিহাস। কিন্তু তার আগেই মাশরাফি বিন মর্তুজা হয়তো আরও একটি সুখবর পেতে যাচ্ছেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা। এই সভাতেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারেন পরিচালকরা। আজকের পর থেকে হয়তো বাংলাদেশের ক্রিকেট দুই অধিনায়কের পথে পা রাখবে। টেস্ট এবং ওয়ানডেতে ভিন্ন ভিন্ন অধিনায়ক থাকবে এ দেশের ক্রিকেটে। এক্ষেত্রে সাদা পোশাকের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং রঙিন পোশাকের অধিনায়ক হিসেবে মাশরাফিই সম্ভাব্য প্রার্থী। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অধিনায়ক ছিলেন মুশফিক। এশিয়ান গেমসের ক্রিকেট ম্যাচগুলো ২০ ওভারের। চার বছর আগে গুয়াংজু এশিয়াডে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবার সেটা অক্ষুণ্ন রাখতে মাশরাফি অধিনায়কত্বে শক্তিশালী দল পাঠিয়েছে। এশিয়াডে নেতৃত্ব দেওয়ার আগে এ বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-২০ ম্যাচের অধিনায়ক ছিলেন মাশরাফি। তাই রঙিন পোশাকের অধিনায়ক হওয়ার দৌড়ে সবার উপরে ‘নড়াইল এক্সপ্রেস’। বিসিবির আজকের সভার এজেন্ডা অনেক। এরমধ্যে দুই অধিনায়কের বিষয় ছাড়াও থাকছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আলোচনা। এছাড়া বিসিবির বিভিন্ন কমিটিতে পরিবর্তন আনার বিষয়ও থাকছে এজেন্ডায়। এজেন্ডাগুলোর বিষয়ে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দুই অধিনায়কের বিষয়টি মূল এজেন্ডা নয়। আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। বোর্ডের বিভিন্ন কমিটি নিয়েও আলোচনা হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আলোচনা হবে।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। একমাত্র টি-২০ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ওই সিরিজের রিপোর্ট জমা দিয়েছেন টিম ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাজার গুঞ্জন, কারিবীয় সফরে কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে খুব ভালো একটা সময় কাটেনি অধিনায়কের। ম্যাচগুলোতে কোচের অনেক ম্যাসেজ অনুসরণ করেননি অধিনায়ক। এতে নাকি টিম মিটিংয়ে কোচ ক্ষোভ প্রকাশ করেছেন।
২০১১ সালে বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হন মুশফিক। তার অধিনায়কত্বে ১৬ টেস্ট খেলেছে টাইগাররা। এতে জয় সাকল্যে একটি এবং ড্র পাঁচটি। বাকিগুলোতে হার। যদিও অধিনায়কত্বের অভিষেক হয়েছিল জয় দিয়ে। টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বিশাল এক ছক্কা হাঁকিয়ে। এখন পর্যন্ত ২৩টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে মুশফিক জিতেছেন ৮টি। হার ১৪টি। এরমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপে আনকোরা হংকংয়ের বিপক্ষে হার। ৩৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে দেশকে জয় উপহার দিয়েছেন ১১টি এবং হেরেছেন ২৪টি। তার অধিনায়কত্বের সেরা সময় ছিল ২০১২ সালে এশিয়া কাপে। ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরেছিল মাত্র ২ রানে। পরিসংখ্যানের বিচারে একেবারে অসফল অধিনায়ক বলা যাবে না মুশফিককে। তবে তার উপর ভার কমাতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। ইডেন গার্ডেনের ১৫০তম পূর্তি উপলক্ষে কলকাতায় চার দলকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সৌরভ গাঙ্গুলি চান বাংলাদেশের একটি দল এখানে অংশ নিক। বাংলাদেশ সেই আমন্ত্রণে সাড়া দেবে কিনা সে ব্যাপারেও আজ বোর্ড সভায় সিদ্ধান্ত হতে পারে।
শিরোনাম
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
- ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউ’র
- ‘এলএনজি ও নবায়নযোগ্য খাত নিয়ে সৌদির সাথে কাজে আগ্রহী বাংলাদেশ’
- পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দর পতন
দুই অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সংঘাতের মধ্যেই পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ শুরু
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম