এশিয়ান গেমসে অংশ নিতে মাশরাফি বিন মর্তুজারা এখন ইনচেনে। স্বর্ণ জয়ের টার্গেট বাংলাদেশ ক্রিকেট দলের। মাশরাফির নেতৃত্ব টাইগাররা যদি স্বর্ণ অক্ষুণœ রাখে, সেটা হবে ইতিহাস। কিন্তু তার আগেই মাশরাফি বিন মর্তুজা হয়তো আরও একটি সুখবর পেতে যাচ্ছেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা। এই সভাতেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারেন পরিচালকরা। আজকের পর থেকে হয়তো বাংলাদেশের ক্রিকেট দুই অধিনায়কের পথে পা রাখবে। টেস্ট এবং ওয়ানডেতে ভিন্ন ভিন্ন অধিনায়ক থাকবে এ দেশের ক্রিকেটে। এক্ষেত্রে সাদা পোশাকের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং রঙিন পোশাকের অধিনায়ক হিসেবে মাশরাফিই সম্ভাব্য প্রার্থী। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অধিনায়ক ছিলেন মুশফিক। এশিয়ান গেমসের ক্রিকেট ম্যাচগুলো ২০ ওভারের। চার বছর আগে গুয়াংজু এশিয়াডে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবার সেটা অক্ষুণ্ন রাখতে মাশরাফি অধিনায়কত্বে শক্তিশালী দল পাঠিয়েছে। এশিয়াডে নেতৃত্ব দেওয়ার আগে এ বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-২০ ম্যাচের অধিনায়ক ছিলেন মাশরাফি। তাই রঙিন পোশাকের অধিনায়ক হওয়ার দৌড়ে সবার উপরে ‘নড়াইল এক্সপ্রেস’। বিসিবির আজকের সভার এজেন্ডা অনেক। এরমধ্যে দুই অধিনায়কের বিষয় ছাড়াও থাকছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আলোচনা। এছাড়া বিসিবির বিভিন্ন কমিটিতে পরিবর্তন আনার বিষয়ও থাকছে এজেন্ডায়। এজেন্ডাগুলোর বিষয়ে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দুই অধিনায়কের বিষয়টি মূল এজেন্ডা নয়। আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। বোর্ডের বিভিন্ন কমিটি নিয়েও আলোচনা হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আলোচনা হবে।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। একমাত্র টি-২০ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ওই সিরিজের রিপোর্ট জমা দিয়েছেন টিম ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাজার গুঞ্জন, কারিবীয় সফরে কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে খুব ভালো একটা সময় কাটেনি অধিনায়কের। ম্যাচগুলোতে কোচের অনেক ম্যাসেজ অনুসরণ করেননি অধিনায়ক। এতে নাকি টিম মিটিংয়ে কোচ ক্ষোভ প্রকাশ করেছেন।
২০১১ সালে বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হন মুশফিক। তার অধিনায়কত্বে ১৬ টেস্ট খেলেছে টাইগাররা। এতে জয় সাকল্যে একটি এবং ড্র পাঁচটি। বাকিগুলোতে হার। যদিও অধিনায়কত্বের অভিষেক হয়েছিল জয় দিয়ে। টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বিশাল এক ছক্কা হাঁকিয়ে। এখন পর্যন্ত ২৩টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে মুশফিক জিতেছেন ৮টি। হার ১৪টি। এরমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপে আনকোরা হংকংয়ের বিপক্ষে হার। ৩৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে দেশকে জয় উপহার দিয়েছেন ১১টি এবং হেরেছেন ২৪টি। তার অধিনায়কত্বের সেরা সময় ছিল ২০১২ সালে এশিয়া কাপে। ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরেছিল মাত্র ২ রানে। পরিসংখ্যানের বিচারে একেবারে অসফল অধিনায়ক বলা যাবে না মুশফিককে। তবে তার উপর ভার কমাতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। ইডেন গার্ডেনের ১৫০তম পূর্তি উপলক্ষে কলকাতায় চার দলকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সৌরভ গাঙ্গুলি চান বাংলাদেশের একটি দল এখানে অংশ নিক। বাংলাদেশ সেই আমন্ত্রণে সাড়া দেবে কিনা সে ব্যাপারেও আজ বোর্ড সভায় সিদ্ধান্ত হতে পারে।
শিরোনাম
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
দুই অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
চবি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এলামনাইয়ের নতুন কমিটি গঠিত
৯ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার ‘দ্য আর্থশট-২০২৫’ জিতলো ফ্রেন্ডশিপ এনজিও
২০ মিনিট আগে | প্রকৃতি ও পরিবেশ