ইনচেন এশিয়ান গেমসের পর্দা নেমেছে গতকালই। অথচ ক্রীড়াঙ্গনে এখনই আলোচনা শুরু হয়ে গেছে ২০১৮ সালে পরবর্তী গেমসে বাংলাদেশ কটি ইভেন্টে অংশ নেবে। অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজার বক্তব্য যদি বাস্তবায়িত হয় তাহলে জার্কাতায় ১৮তম এশিয়ান গেমসে বাংলাদেশ বড় জোর ৩/৪টি ইভেন্টে অংশ নেবে। কারণ এবার বাজে পারফরম্যান্সের জন্য ১৩টি ইভেন্টে ক্রীড়াবিদদের দক্ষিণ কোরিয়া পাঠানো হয়। অ্যাথলেটিকস সাঁতারসহ ৮টি ইভেন্ট বাদ দেওয়া হয়। মহাসচিব বলেছিলেন সামনে গেমসে বহর আরও ছোট হতে পারে। ইনচেনে আমরা প্রতিটি ইভেন্টের মান যাচাই করব। যদি দেখি শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছে তাহলে সামনে আর এশিয়ান গেমসে পাঠাব না। এস এ গেমস ও সাফ প্রতিযোগিতায় শুধু সব ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। চার বছর পর দেশ বা ক্রীড়াঙ্গনের পরিবেশ বা পরিস্থিতি কেমন থাকবে তা বলা মুশকিল। তবে শাহেদ রেজা যে বক্তব্য দিয়েছিলেন তা নড়চর না হলে জার্কাতা গেমসে ক্রিকেট, কাবাডি, আরচ্যারি ও জিমনাস্টিকস ছাড়া আর কোনো ইভেন্ট পাঠানোর কথা নয়। কারণ কাবাডি ও ক্রিকেট থেকেই তিনটি পদক এসেছে। আরচ্যারি ও জিমন্যাস্টিকসে পদক না এলেও ফাইনাল রাউন্ড অর্থাৎ পদক লড়াইয়ে মুখোমুখি হয়েছিল। আর বাকিগুলোর পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। ইভেন্টগুলোর ভরাডুবি দেখে অনেকে মন্তব্য করেছেন, বিওএ ভালোমতো জানত কাবাডি ও ক্রিকেট ছাড়া কোনোটাতেই পদক জেতার সম্ভাবনা নেই। তারপরও পাঠিয়ে অর্থ অপচয় করেছে। অথচ গেমসে আকর্ষণীয় দুই ইভেন্ট অ্যাথলেটিকস ও সাঁতারকে অযথা নেওয়া হয়নি। আরচ্যারি ও জিমন্যাস্টিকস দুটো খেলায় সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখন তাই বড় বড় গেমসে দুটো ইভেন্টে বাংলাদেশ যে প্রতিনিধিত্ব করবে তা অনেকটা নিশ্চিত। বাকিগুলো থেকে গেল ঝুঁকির মধ্যে। ফুটবল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও তাদের পারফরম্যান্স একেবারে খারাপ ছিল না। তাই সামনের গেমসে ফুটবলাররা যেতেই পারেন। কথা উঠেছে হকির মান নিয়ে। গতবারের মতো এবারও অষ্টমস্থান দখল করেছে। ওয়ার্ল্ড হকি লিগ ও এশিয়ান গেমস বাছাই পর্বে ওমানকে ভালোভাবে বিধ্বস্ত করলেও তাদেরই কাছে ইনচেনে হার মেনেছে। অনেকে বলছেন প্রস্তুতি না থাকলে সামনে এশিয়ান গেমসে হকি যেন না পাঠানো হয়। অযথা দেশের সম্মানহানির কোনো মানে থাকতে পারে না। বিওএর নির্বাহী কমিটির এক সদস্য জানালেন, অবশ্যই আমরা ইনচেন গেমসে বিভিন্ন ইভেন্টের মান নিয়ে আলাপ করব। হয়তো অনেক ইভেন্টই সামনে না পাঠানোর ব্যাপারে প্রস্তাব আসবে। কিন্তু ফুটবল ও হকির মান ভালো বা খারাপ হোক এশিয়ান গেমসে আটকানো যাবে না। দুটোই বাংলাদেশের জনপ্রিয় খেলা ও গেমসের আকর্ষণীয় ইভেন্ট। শুটিংও বাদ দেওয়া যাবে না। তবে বেশ কিছু ইভেন্ট আছে যা এশিয়ান গেমসে পাঠানোটা ছিল হাস্যকর। আসলে বিওএ বাস্তবতার কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে চাইবে ঠিকই। কিন্তু নানা চাপের কারণে তা বাস্তবায়িত করা সম্ভব হবে কিনা সেটাই প্রশ্ন।
শিরোনাম
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
জাকার্তায় আরও ইভেন্ট কমবে?
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর