বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান তারকা খেলোয়াড় অ্যান্ডি মারে। চেক রিপাবলিকের টমাচ বারদিচকে গতকাল সেমিফাইনালে ৬-৭, ৬-০, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে চতুর্থ বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেন। আগামী রবিবার ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ বা সুইস তারকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কার মুখোমুখি হবেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই মারে। খবর দ্য হিন্দুর
অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারলে তা হবে মারের তৃতীয় গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়। এর আগে তিনবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরেছেন তিনি। ২০১০ সালে সুইস তারকা রজার ফেদেরারের কাছে এবং ২০১১ ও ২০১৩ সালে জোকোভিচের কাছে ফাইনালে হেরেছিলেন মারে। তবে ফের আরেকবার টুর্নামেন্টটি জয়ের সুযোগ এসেছে মারের সামনে।
এদিকে, আজ জোকোভিচ ও ভাভরিঙ্কার মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাই ফাইনালে মারে কার মুখোমুখি হচ্ছেন তা আজকের ম্যাচ শেষেই পরিস্কার হয়ে যাবে।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ২০১৫/শরীফ