নতুন একটা রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এতোদিন উইকেটকিপার হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছিল অ্যাডাম গিলক্রিস্টের। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাঙ্গাকারা সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন।
ওয়েলিংটনে এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সপ্তম ম্যাচে সামিন্ডা এরাঙ্গার বলে অ্যান্ডাসরসনের ক্যাচ নিতেই সাঙ্গা ভেঙে দেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড (৪৭২টি)। বর্তমানে ৩৯৭টি ওয়ানডে উইকেটের পেছনে সাঙ্গাকারা অবদান ৪৭৩ উইকেটে। এর মধ্যে ৩৭৭টি ক্যাচ ও ৯৬টি স্ট্যাম্পিং।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৫/মাহবুব