আসন্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রহস্যময়ী স্পিনার সুলীল নারাইন। তার জায়গার দলে যুক্ত করা হয়েছে নিকিতা মিলারকে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মিলার। এছাড়াও একটি টেস্ট ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই স্পিনার। ওয়ানডেতে ৪০ উইকেটের পাশাপাশি টি-টোয়েন্টিতে নিয়েছেন ১১ উইকেট।
গত মঙ্গলবার ক্যারিবীয় ক্রিকেট বোর্ডেকে জানিয়ে বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ান ওয়ানডে বোলিং র্যাংকিয়ের ২নম্বরে থাকা স্পিনার নারাইন। গত বছর ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি লিগে নারাইণের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে সকল প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট থেকে এই ক্যারিবীয় বোলারকে বহিষ্কার করা হয়।
মূলত, আইসিসি থেকে নিষেধাজ্ঞার ভয়েই আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি নেন নারাইন। নিজের বোলিং অ্যাকশন পুরোপুরি শোধরানোর জন্যই বিশ্বকাপ থেকে তিনি সড়ে দাঁড়িয়েছেন। বিসিসিআই কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর এখন পর্যন্ত একটিও আন্তজার্তিক ম্যাচ খেলেননি নারাইন।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৫/মাহবুব