অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠেয় আসন্ন একাদশ ক্রিকেট বিশ্বকাপে এবার তৃতীয় বারের মতো অংশ নিচ্ছে স্কটল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় না পাওয়ার বদনাম এবারের আসরেই খোচাতে চায় দলটি। এ লক্ষ্যে তারা গ্রুপের তুলনামূলক কম শক্তিশালী আফগানিস্তান ও বাংলাদেশকে টার্গেট করে এগোচ্ছে। খবর ইএসপিএন ক্রিকোইনফোর
স্কটিশদের নতুন কোচ ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার পল কলিংউড খেলোয়াড়দের মানসিক প্রস্তুত করে তুলেছেন। কঠোর অনুশীলন করাচ্ছেন টার্গেটকৃত দলগুলোর শক্তি বিশ্লেষণ করে। আর দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও জয়ের শতভাগ আশাবাদ প্রচার করতে দলের পতাকার রংয়ে ১, ০, ০ লেখা বেলুন নিয়ে ক্যাম্পেইন করছেন খেলোয়াড়রা।
২০১৫ সালের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে তৃতীয় বারের মতো অংশ নিচ্ছে আইসিসির এ সহযোগী সদস্য দেশটি। ১৯৯৯ ও ২০০৭ সালের বিশ্বকাপে অংশ নিলেও একটি ম্যাচেও জয় পায়নি তারা। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হলেও সহজেই তাদের হারায় বাংলাদেশ। আর আফগানিস্তানের সঙ্গে এবারই প্রথম মুখোমুখি হবে তারা।
এবারের আসরে কমপক্ষে একটি ম্যাচে জয়লাভ করতে বিশ্বকাপের দল ঘোষণার সময়ই চমক দেখিয়েছে দলটি। অন্যান্য দলের মতো নিয়মিত খেলোয়াড়াদের গুরুত্ব দেওয়ার পরিবর্তে ইংল্যান্ডের কাউন্টিতে অংশ নেওয়া খেলোয়াড়দের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর ক’দিন আগেই কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংল্যান্ডের সফল অলরাউন্ডার পল কলিংউডকে।
বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম জয়ের টার্গেট নিয়ে আফগানিস্তানের সঙ্গে ২৬ ফেব্রুয়ারি মাঠে নামবে স্কটিশরা। আর বাংলাদেশের সঙ্গে তাদের ম্যাচ মার্চের ৫ তারিখ। এ দুটি ম্যাচকে প্রথম লক্ষ্য হিসেবে নিচ্ছে বলে জানিয়েছে দলের কোচ পল কলিংউড।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ২০১৫/শরীফ