টানা চারদিন অনুশীলনের পর কাল বিশ্রামে কাটিয়েছেন মাশরাফিরা। বিশ্রাম শেষে আজ আবার ব্যাট বল নিয়ে নেমে পড়বেন ব্রিসবেনের অ্যালান বোর্ডার ওভালে। বিশ্বকাপ ক্রিকেটে সাফল্য পেতে মরিয়া টাইগাররা অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ২৬ জানুয়ারি থেকে অনুশীলন করছে ব্রিসবেনে। বিশ্রাম থাকায় ক্রিকেটাররা সবাই কাল একসঙ্গে সময় কাটিয়েছেন। উপভোগ করেছেন গাড়ি রেস। ব্রিসবেন থেকে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, 'সারাদিন ঘুরাফেরা করে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। সবাই খুব ভালো মেজাজে আছেন। ক্লান্তি দূর করতে কাল অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়। টানা অনুশীলনের ক্লান্তি দূর করতে ক্রিকেটাররা সবাই গো কার্টে (কার রেস) গিয়েছিলেন।' অনুশীলন না থাকায় মাঠে নামেননি তামিম। এই বাঁ হাতি ওপেনারের উন্নতি হচ্ছে বলেন মাহমুদ, 'ইনজেকশন দিয়ে সে অনুশীলনে যোগ দিয়েছেন। ব্যাটিং করেছেন। যদিও স্প্রিন্ট টানেননি। তারপরও আমি মনে করি বিশ্বকাপের আগে সে পুরোপুরি ফিট হয়ে উঠবেন।' ব্রিসবেনে টাইগাররা ৩ ও ৫ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী হবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ বলেন টিম ম্যানেজার, 'আমাদের সঙ্গে আগেই কথা হয়েছে অস্ট্রেলিয়া একাদশের দল নিয়ে। দল যথেষ্ট শক্তিশালী হবে। ম্যাচ সাদা বলে ৫০ ওভারের। তবে আমাদের হয়তো ১২-১৩ জন খেলতে পারেন। তামিমের অনুশীলন ম্যাচ দুটিতে খেলার সম্ভাবনা নির্ভর করছে কোচের সিদ্ধান্তের উপর।'