স্বপ্নের ফানুস উড়িয়ে ঢাকা থেকে সিলেট এসেছিলেন মামুনুল-এমিলিরা। স্বপ্ন ছিল মালয়েশিয়াকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে শুভসূচনা করা। সিলেট এসেও জয় ছাড়া অন্য কোনো ভাবনা নেই বলে জানিয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু স্বপ্নের ম্যাচ খেলা হয়নি মালয়েশিয়ার সঙ্গে। এক গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। এই হারে শুধু বাংলাদেশ দলের খেলোয়াড়রাই ভেঙে পড়েননি, পড়েছেন সিলেটের হাজার হাজার ফুটবলপ্রেমী। পরাজয়ের এই মনোবেদনায় গতকাল সিঙ্গাপুর-থাইল্যান্ডে ম্যাচ দেখতে আসেননি দর্শক। তারপরও এই হতাশার মাঝে আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। জানিয়েছেন, শেষ হয়ে যায়নি বাংলাদেশের স্বপ্ন। শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। যদি দ্বীপরাষ্ট্রকে হারাতে না পারে, তাহলে দলের নেতৃত্ব ছেড়ে দিতেও প্রস্তুত বলেন মামুনুল।
ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার আগে হোটেলে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল। মালয়েশিয়ার বিপক্ষে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে মালয়েশিয়ার হাই প্লেসিং ফুটবলের কথা বলেন, 'মালয়েশিয়াকে হারিয়ে আমরা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের চমক দেখাতে চেয়েছিলাম। কিন্তু মাঠে ঘটেছে উল্টোটা। হাই প্লেসিং ফুটবল খেলে আমাদের পরিবর্তে উল্টো চমক দেখিয়েছে মালয়েশিয়া।' শুধু মালয়েশিয়ার হাই প্লেসিং ফুটবলকেই হারের কারণ মনে করছেন না বাংলাদেশ অধিনায়ক। মানসিক চাপের কাছে নতিস্বীকারের কথাও বলেছেন, 'ম্যাচের প্রথম ২০ মিনিট মালয়েশিয়া তাদের হাই প্লেসিং ফুটবল দিয়ে আমাদের ওপর আধিপত্য বিস্তার করে। সেই সঙ্গে এ ধরনের বড় ম্যাচে প্রচুর দর্শকদের সামনে খেলার জন্য যে ধরনের মানসিক সক্ষমতা থাকা দরকার, তা ছিল না আমাদের। তাই খেলা শেষে ফলাফল আমাদের প্রতিকূলেই ছিল।' বৃহস্পতিবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রুইফ যে কথায় সায় দিয়েছিলেন, সেই একই প্রশ্নে ইতিবাচক কথাই বললেন মামুনুল, 'বাংলাদেশ দলের জন্য একজন মনোবিদের সাহায্য নেওয়া যেতেই পারে। তবে বিষয়টা টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।'
হারের জন্য কোনো অজুহাত দাঁড় না করিয়ে মামুনুল বলেন, 'ম্যাচে আমরা যতই ভালো খেলি না কেন, ফলাফল আমাদের পক্ষে ছিল না। তবে দেশবাসীকে কথা দিয়েছি এই টুর্নামেন্টের সেমিফাইনালে আমরা খেলব। সামনের ম্যাচে যদি শ্রীলঙ্কার সঙ্গে জিততে না পারি তবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াব।' মালয়েশিয়ার বিপক্ষে পরাজয়ে দলের কেউই ভেঙে পড়েনি উল্লেখ করে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, 'হারের কারণে সবারই মন খারাপ। তবে কেউই ভেঙে পড়েনি। শ্রীলঙ্কার বিপক্ষেই আমরা ঘুরে দাঁড়াতে চাই। ভালো খেলা উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।'