অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় একটা সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু সুযোগটা আর কাজে লাগাতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই ফাইনাল নিশ্চিত হয়ে যেত। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে তিন উইকেটে হেরে গেল তারা। সেই সঙ্গে ত্রি-দেশীয় সিরিজের ব্যর্থতার ষোলকলা পূরণ হয়ে গেল বিশ্বচ্যাম্পিয়নদের। টুর্নামেন্টে একটা জয় পায়নি ভারত।
এদিকে দারুন জয়ে ফাইনালে উঠে গেল ইংল্যান্ড। ফাইনালে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করবে। প্রথম ম্যাচেও ভারতকে হারিয়েছিল ইংলিশরা। তবে এ ম্যাচে পরিষ্কার পরিলক্ষিত হয় ভারতের ব্যাটিং দুর্বলতা। দারুণ শুরুর পরও অভিজ্ঞতার অভাবে ২০০ রানের বেশি করতে পারেনি তারা। অথচ উদ্বোধনী জুটিটাই ছিল ৮৩ রানের। এরপর আর বড় কোনো জুটিই গড়ে ওঠেনি। সর্বোচ্চ ৭৩ রান এসেছে ওপেনার অজিঙ্কা রাহানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আরেক ওপেনার শেখর ধাওয়ানের। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নিয়েছেন স্টিভেন ফিন। এছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন ওয়াকস, ব্রড ও মঈন আলী। জেমস অ্যান্ডারসন মাত্র এক উইকেট পেলেও দারুণ হিসেবী বোলিং করেছেন তিনি। সব মিলে ইংলিশ বোলিং লাইন আপের কাছে পাত্তাই পায়নি ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। তবে ব্যাটসম্যানরা না পারলেও স্বল্প পুঁজি নিয়েই লড়াই জমিয়ে তুলেছিলেন ভারতের বোলাররা। ছোট টার্গেটে পৌঁছতেই সাত উইকেট হারাতে হয়েছে তাদের। দারুণ বোলিং করেছেন স্টুয়ার্ট বিনি। ৩৩ রানে নিয়েছেন তিন উইকেট।