লিভারপুলের অধিনায়ক হিসেবে স্টিভেন জেরার্ড জয় করেছেন অনেক কিছুই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ইংলিশ ফুটবলের গুরুত্বপূর্ণ অনেক শিরোপা। কেবল ইংলিশ প্রিমিয়ার লিগটাই বাকি থাকল। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এখন আর তিনি পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং শিরোপাটা জয়ের কথা ভাবতে পারেন না। তবে অনেকেই মনে করেন, একজন ম্যানেজার হিসেবে স্টিভেন জেরার্ড লিভাপুলের হয়ে অনেক কিছুই জয় করার সামর্থ্য রাখেন। ইংলিশ তারকা ড্যানিয়েল স্টরিজ এমনই ভাবছেন। তিনি বলেন, 'স্টিভেন জেরার্ড লিভারপুল এবং তার দেশের (ইংল্যান্ড) জন্য যা করেছেন তা বর্ণনার অতীত। এখনো তিনি আমার আদর্শ।' লিভারপুল থেকে চলতি মৌসুম শেষেই বিদায় নিচ্ছেন স্টিভেন জেরার্ড। তবে স্টরিজ মনে করেন, একদিন নিশ্চয়ই ম্যানেজার হিসেবে লিভারপুলে ফিরে আসবেন এ মহাতারকা। জেরার্ড ১৯৯৮ সাল থেকে লিভারপুলে খেলছেন। ৬৯৭ ম্যাচে তিনি অলরেডদের জার্সিতে করেছেন ১৮২ গোল।