‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় শ্রীলঙ্কায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়নাকে। কয়েক বছর আগে শ্রীলঙ্কায় হোটেল রুমে এক নারীর সঙ্গে একান্তে সময় কাটানোয় ওই কেলেঙ্কারীর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুক্রবার ভারতসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
সংবাদ মাধ্যমগুলো জানায়, ২০১০ সালে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরকালে ডাম্বুলায় হোটেল রুমে এক নারীর সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ সময় কাটান সুরেশ রায়না। খেলা শেষে সুরেশ রায়নার সঙ্গে ওই নারীর একান্তে থাকার ছবি সিসি ক্যামেরায় ধরে পড়ে। তখনই বিষয়টি নিয়ে হৈচৈ পড়ে ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন সংবাদ মাধ্যমে। সংবাদ মাধ্যমগুলো তখন জানায়, ওই নারীর সঙ্গে বুকিদের যোগাযোগ রয়েছে।
এরপর বিষয়টি নিয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বোর্ড তাদের সর্বশেষ গত ১৮ ডিসেম্বরের সভায় এ ঘটনায় রায়নাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় বলে সম্প্রতি গণমাধ্যমকে জানায় কমিটির সদস্য শাম্মী সিলভা ও গামিনি বিক্রম সিংহ।
তারা জানান, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি বিষয়টি তদন্ত করে শিগগিরই প্রতিবেদন দিতে বলেছেন। ওই নারীর সঙ্গে রায়নার সম্পর্ক কি, কেনই বা রায়না তার কাছে গেলেন, তার সঙ্গে কি করছিলেন ও তিনি সত্যিই বুকিদের এজেন্ট কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
সংবাদ মাধ্যমগুলো জানায়, ওই সময় ভারতীয় টিমের হোটেল রুমের সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে, সুরেশ রায়না অচেনা এক নারীর সঙ্গে ‘একান্তে’ দেখা করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা ওই নারীকে বুকিদের সক্রিয় এজেন্ট হিসেবে উল্লেখ করেছেন।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি ২০১৫/শরীফ