টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ডোয়েন ব্রাভো। তবে সীমিত ওভারে ক্রিকেটে দেখা যাবে যাবে এ অলরাউন্ডারকে। যদিও ২০১০ সালের পর থেকে ব্রাভোকে সাদা পোশাকে দেখা যায়নি।
কিছুদিন আগে জেসন হোল্ডারের কাছে ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়েছেন। জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকা সফর ও বিশ্বকাপ দলে।
সর্বশেষ ভারত সফরে ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন ব্রাভো। তবে দেশটির ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মাঝে দেনা-পাওনার সমস্যায় এক ম্যাচ না খেলেই দেশে ফেরত আসে দলটি। পরে দলের নির্বাচক ক্লাইভ লয়েড ব্রাভো এবং কাইরন পোলার্ডকে দলের বাইরে রাখেন। সে কারণেই বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ এই দুই অলরাউন্ডারের।
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া ব্রাভো এখন পর্যন্ত দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন। ৩১.৪২ গড়ে তিনটি সেঞ্চুরিসহ রান করেছেন ২২০০ রান। পাশাপাশি ৩.১৭ ইকোনোমিতে ৮৬টি উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৫/মাহবুব