ওয়েলিংটনে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের দেয়া ২১০ রানের টার্গেটে তিন উইকেটে হারিয়ে ৬৩ বল বাকি থাকতেই জয় পায় কিউইরা।
২১১ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে স্বাগতিক ব্যাটসম্যানদের দৃড়তায় জয় নিশ্চিত করে দলটি। ওপেনিং ব্যাটিংয়ে নেমে ৩৯ রান করেন মার্টিন গাপটিল। তবে চতুর্থ উইকেট জুটিতে রস টেইলর ও গ্রান্ট ইলিয়ট ১২১ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। টেইলর ৫৯ ও ইলিয়ট ৬৪ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে শহীদ আফ্রিদি, বিলওয়াল ভাট্টি ও মুহাম্মদ ইরফান ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শহীদ আফ্রিদির ঝড়ো ইনিংসের পরও সতীর্থদের ব্যর্থতায় বেশি বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি পাকিস্তান। তাই মাত্র ৪৫.৩ ওভারে ২১০ রানেই গুটিয়ে যায় সফরকারিদের ইনিংস।
ব্যাটিংয়ে নামা পাকিস্তান এদিন কিউই বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে মাঝে দলের হাল ধরেন মিসবাহ-উল-হক। তিনি চতুর্থ উইকেট জুটিতে হারিস সোহেলের সঙ্গে ৪৯ রান যোগ করেন। পাক অধিনায়ক ৫৮ রানে আউট হয়ে গেলে আবারও চাপে পড়ে দলটি। এ রান করতে ৮৭টি বল খেলেন মিসবাহ। তবে শেষ দিকে ২৯ বলে নয় চার ও তিন ছয়ে ৬৭ রান করে দলের স্কোর দু’শ পার করেন আফ্রিদি।
স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ইলিয়ট। আর দুটি করে উইকেট নেন মিলস, বোল্ট ও অ্যান্ডারসন।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৫/মাহবুব