ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি বাবা হচ্ছেন। তার স্ত্রী সাকশি ধোনি ফ্রেব্রুয়ারি মাসে তাদের প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। হিন্দুস্থান টাইমস.কম তাদের এক প্রতিবেদনে আজ একথা জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডে'র
একাদশ অাইসিসি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে বর্তমানে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে অবস্থান করছেন ধোনি। তবে সেখান থেকেও স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে সার্বক্ষণিক খবরাখবর রাখছেন তিনি।
উল্লেখ্য, ধোনি ও সাকশি ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি ২০১৫/শরীফ