ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভাকে সরাসরি সেটে ৬-৩, ৭-৬[৭-৫] হারিয়ে গেমে ক্যারিয়ারের ১৯তম শিরোপা জিতলেন মার্কিন এ টেনিস তারকা। ফলে ১১ বছর ধরে সেরেনার কাছে হারের বৃত্ত থেকে বের হতে পারেননি শারাপোভা। খবর বিবিসির
বিশ্বের এক নম্বর প্রমীলা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের নিকট গত ১১ বছর কোনো জয় পাননি দু্ই নম্বর তারকা মারিয়া শারাপোভা। এছাড়া দু'জনের মধ্যকার আজকের ম্যাচসহ ১৯ ম্যাচে মাত্র ২ বার জয়ের দেখা পেয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রুশ তারকা শারাপোভা। তাই এবার সেরেনার কাছে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। এর আগে ২৭ বছর বয়সী শারাপোভা বলেছিলেন, 'এটা সত্যিই আমার জন্য একটা কঠিন পরিসংখ্যান তবে আমি একজন প্রতিযোগী। অামি মাঠে নামব এবং এই ফলাফল পরিবর্তন করতে সাধ্যমতো সবকিছু করবো।'
সেরেনা উইলিয়ামস এ নিয়ে ছয়বার অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন। এ ছাড়া সর্বসাকল্যে ৩৩ বছর বয়সী মার্কিন এ তারকা মোট ১৯টি গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতলেন। আর শারাপোভা ২০০৮ সালে টুর্নামেন্টের একমাত্র শিরোপা জিতেছেন। সবমিলিয়ে এ পর্যন্ত মোট পাঁচবার গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতেন।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি ২০১৫/শরীফ